বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ‘দায়মুক্তি কমিশন’ বলা উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান। দুদকের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার ১১টার দিকে শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের সমালোচনা করলে গঠনমূলক সমালোচনা করা উচিত। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুদকের সমালোচনা করা ঠিক নয়।তিনি আরও বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় দুদক সাহসী ও নিরপেক্ষ পদক্ষেপ নিচ্ছে। দুর্নীতি দমন ব্যুরো বা পূর্বের কমিশনের কেউ ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে কোনো অনুসন্ধান কিংবা তাদেরকে দুদক কার্যালয়ে আসতে বাধ্য করতে পারেনি। প্রকৃত অর্থে উদ্দেশ্যমূলকভাবে দুদককে দায়মুক্তি কমিশন বলা হচ্ছে। এটা আমাদের বিরুদ্ধে অবিচার।দুদক ক্ষমতাসীনদের ছাড় দিচ্ছে- এমন অভিযোগ অস্বীকার করে দুদক চেয়ারম্যান বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ আসা মানেই তিনি দুর্নীতিবাজ- এ ধারণা ঠিক না। যখন কারও বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণ করতে পারবো কেবল তখনই মামলা করা হয়।রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে মামলার অনুমোদন নিয়ে কমিশনে মতবিরোধ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, কোনো কোনো বিষয় নিয়ে কমিশনে মতবিরোধ থাকতেই পারে।অনুষ্ঠানে অধ্যাপক অ্যামিরেটাস আনিসুজ্জামান বলেন, মানুষ সাধারণত লোভ ও অভাব থেকে দুর্নীতির আশ্রয় নেয়। অভাব ও লোভের কোনো সীমা নেই। তাই দুর্নীতি সম্পূর্ণ রূপে দমন করা সম্ভব নয়। তবে রাজনৈতিক সদিচ্ছা ও মানুষের মাঝে নৈতিকতা বাড়লে দুর্নীতি কমে যাবে বলে মনে করেন তিনি।প্রসঙ্গত, ২১ নভেম্বর দুদকের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় রোববার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে কমিশন।
Advertisement