আইন-আদালত

সাঈদীর রিভিউ বেঞ্চ ঠিক করবেন প্রধান বিচারপতি

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ আবেদন শুনানির জন্য বেঞ্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে) সিনহা ঠিক করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।  মঙ্গলবার রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের পর সাংবাদিকদের একথা জানান তিনি। বুধবার চেম্বার আদালতে সাঈদীর রায়ের রিভিউ উপস্থাপন করা হবে কি না সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বুধবার না করলেও বৃহস্পতিবার করা হতে পারে। তিনি বলেন, নিয়ম অনুযায়ী মামলাটির রায় আপিল বিভাগের যে বেঞ্চে ঘোষণা করেছেন তারাই রিভিউ আবেদন শুনানি করবেন।প্রসঙ্গত, দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের রিভিউ আবেদন করা হয়েছে। এর আগে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদেস্যের আপিল বিভাগের বেঞ্চ সাঈদীকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড কমিয়ে অমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেন। এখন ওই বেঞ্চের দুইজন বিচারপতি অবসরে চলে গেছেন। এফএইচ/এসকেডি/আরআইপি

Advertisement