দেশজুড়ে

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে সংঘর্ষ, আহত ৫০

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

Advertisement

বুধবার (৯ মার্চ) বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবনের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকায় সমাবেশ করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের রাস্তা অবরোধ না করার জন্য অনুরোধ করেন। কিন্তু তারা সেখানে সমাবেশ চালিয়ে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে।  

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইব্রাহীম জুয়েল জানান, বিনা উস্কানিতে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে দলীয় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল ছোড়ে। এসময়  অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন জানান, রাস্তা অবরোধ করে সমাবেশ করায় পুলিশ তাদের বাধা দেয়। এতে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরিস্থিতি এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/জিকেএস