রাজনীতি

বাড্ডার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জামায়েতের

রাজধানীর মেরুল বাড্ডায় পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সঙ্গে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে দলটি।মঙ্গলবার গণমাধ্যেমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।তিনি বলেন, ১১ জানুয়ারি পূর্ব-মেরুল বাড্ডায় পবিত্র কুরআন ছিনিয়ে নিয়ে পোড়ানোর ঘটনায় সকল ধর্মপ্রাণ মুসলমান গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। জামায়াতের এই নেতা আরো বলেন, এ ঘটনার বিচারের দাবিতে গত রাতেই মুসল্লিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। যতক্ষণ পর্যন্ত অপরাধীর শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।সেই সঙ্গে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে কেউ যাতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এএম/এসকেডি/আরআইপি

Advertisement