রাজধানীর মেরুল বাড্ডায় পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সঙ্গে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে দলটি।মঙ্গলবার গণমাধ্যেমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।তিনি বলেন, ১১ জানুয়ারি পূর্ব-মেরুল বাড্ডায় পবিত্র কুরআন ছিনিয়ে নিয়ে পোড়ানোর ঘটনায় সকল ধর্মপ্রাণ মুসলমান গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। জামায়াতের এই নেতা আরো বলেন, এ ঘটনার বিচারের দাবিতে গত রাতেই মুসল্লিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। যতক্ষণ পর্যন্ত অপরাধীর শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।সেই সঙ্গে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে কেউ যাতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এএম/এসকেডি/আরআইপি
Advertisement