অর্থনীতি

গুসি শান্তি পদক নিতে ম্যানিলা গেলেন গভর্নর

গুসি শান্তি পদক নিতে ম্যানিলা গেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সম্প্রতি ম্যানিলা ভিত্তিক গুসি দরিদ্র্য মানুষের জন্য ব্যাংকিং সেবা নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেকে গুসি পদকের জন্য মনোনীত হয়েছেন তিনি।জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান জাগোনিউজকে বলেন, সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে গভর্নর ম্যালিনা যাচ্ছেন। আসাদুজ্জামান বলেন, গভর্নর আগামী ২৮ নভেম্বর সম্মাননা নিয়ে দেশে ফিরবেন। জানা গেছে, এবার অস্ট্রিয়া, জামার্নি, ভারত, চায়না, ইরান, ইটালি, জাপান, নেপালসহ বেশ কয়েকটি দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে গুসি পদকের জন্য মনোনী করা হয়েছে।    

Advertisement