মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
৯ মার্চ ২০২২, বুধবার। ২৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা১৭৭৬- আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ রচিত “দ্য ওয়েল্থ অব নেশনস” প্রকাশিত হয়।১৮৫৮- সম্রাট বাহাদুর শাহ জাফর (২) রেঙ্গুনে নির্বাসিত হন।১৯০২- ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।১৯৬১- সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-৯ নভোযানের মাধ্যমে মহাশূন্যে প্রথমবারের মতো লাইকা নামের একটি কুকুর প্রেরণ করে।২০১৫- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উন্নীত৷
জন্ম১৮১৪- ইউক্রেনীয় কবি ও নাট্যকার টারাস শেভচেঙ্কো।১৯২৯- বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বিশিষ্ট রাজনীতিবিদ। তার জন্ম কিশোরগঞ্জ জেলার ভৈরবে। ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধেও সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এম এম রহুল আমিন তাকে বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান।
Advertisement
১৯৩৪- বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। ফেনী জেলায় ক্ষয়িষ্ণু জমিদার পরিবারে জন্ম তার। ১৯৫৯ এবং ১৯৬১ সালে রেলওয়ের টাইমটেবিলের প্রচ্ছদ এঁকে সেরা পুরস্কারটি লাভ করেন কাইয়ুম চৌধুরী। শিল্পী কাইয়ুম চৌধুরী ২০১০ সালে সুফিয়া কামাল পদক লাভ করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে।১৯৫৯- নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ তাকাকি কাজিটা।
মৃত্যু১৮৫৮- বাঙালি কবি, পণ্ডিত ও নাট্যকার মদনমোহন তর্কালঙ্কার।১৯৭৪- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরবিজ্ঞানী আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র।১৯৮১- নোবেল বিজয়ী চিকিৎসাবিজ্ঞানী ম্যাক্স ডেলবুর্ক।
কেএসকে/এমএস
Advertisement