সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করেছ বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে দলীয় অর্ধশত রান পূর্ন করেছে স্বাগতিক দলটি। এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে বিনা উইকেটে ১১৬ রান। তামিম ইকবাল ৬০ ও এনামুল হক বিজয় ৫২ রানে অপরাজিত আছেন।প্রথম ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটি ভালো করতে পারেনি। মাত্র ৩০ রানে ৩ উইকেট হারিয়েছিল শুক্রবারের প্রথম ওয়ানডেতে। সেই বিবেচনায় বাংলাদেশের শুরুকে দাপুটে শুরুই বলা যায়।
Advertisement