জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত পেশাজীবী সাংবাদিকরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন । রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এই বিক্ষোভে প্রায় শতাধিক বঞ্চিত সাংবাদিক অংশগ্রহণ করেছেন।এশিয়ান এজ জার্নালের সাংবাদিক খুদরাত-ই খুদা বলেন, ‘২৮ বছর ধরে সাংবাদিকতা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমি জাতীয় প্রেসক্লাবের সদস্য হতে পারিনি। সদস্য হওয়ার জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করেছি। আমাদের সদস্যপদ না দেওয়াটা আসলে মানবাধিকার লঙ্ঘন। এটি শাস্তিযোগ্য অপরাধ।’প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন সভাপতি মোস্তাক আহম্মদ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাতে ১৭১ জন সাংবাদিককে প্রেসক্লাবের সদস্যপদ দেওয়া হয়। এরপরই বঞ্চিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পর্যায়ক্রমে এ ক্ষোভ আন্দোলনে রূপ নেয়।
Advertisement