স্বাস্থ্য

২৪ ঘণ্টায় টিকা নিলেন পৌনে ৭ লাখ মানুষ

দেশে গত ২৪ ঘণ্টায় ছয় লাখ ৭৮ হাজার আটজন করোনা টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ ৯৭ হাজার ৭২৫ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন চার লাখ ৬৬ হাজার ৫২৮ জন ও বুস্টার ডোজ নিয়েছেন একলাখ ১৩ হাজার ৭৫৫ জন।

Advertisement

রোববার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এইচআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা গ্রহণকারীর মধ্যে ৯৫ হাজার ৭০৫ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের ১২ হাজার ২৩৮ জন ও দ্বিতীয় ডোজের ৮৩ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। একইদিনে মোট টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৯৯ জন ভাসমান জনগোষ্ঠী দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় প্রতি ১০০ জন রোগীর মধ্যে সংক্রমিত রোগীর সংখ্যা মাত্র দুই দশমিক ১৮ শতাংশ।

এ নিয়ে সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ২১ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহীতার সংখ্যা ১২ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার ৭২১ জন, দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা আট কোটি ৭৩ লাখ ১০ হাজার ৭৪৬ জন ও বুস্টার ডোজ গ্রহীতার সংখ্যা ৪৩ লাখ ৬৭ হাজার ১৩৩ জন।

Advertisement

এমইউ/একেআর/জিকেএস