আন্তর্জাতিক

মিয়ানমারে শান্তি আলোচনা শুরু

সেনাবাহিনী, সংসদ সদস্য ও সশস্ত্র বিদ্রোহী জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মিয়ানমারে শান্তি আলোচনা শুরু হয়েছে। এর আগে গত অক্টোবরে ক্ষমতাসীন সামরিক সরকারের সঙ্গে দেশটির আটটি সশস্ত্র গোষ্ঠী একটি চুক্তিতে সম্মত হয়। এরই ধারাবাহিকতায় এবারের শান্তি আলোচনায় বিদ্রোহীরা অংশ নিয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত নভেম্বরে মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল ব্যবধানে জয়লাভ করে। এরপর ক্ষমতাসীন সরকার ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানান সু চি। সেনাবাহিনী, আইনপ্রণেতা ও বিদ্রোহীদের শত শত প্রতিনিধিদের অংশগ্রহনে রাজধানী নাইপিদোতে পাঁচ দিনব্যাপি শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে এ সম্মেলনের ফলাফল নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। এর আগে দেশটির সক্রিয় সশস্ত্র বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী সেনাবাহিনীর সঙ্গে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করে। সম্মেলনে অংশ নেয়া আট বিদ্রোহী গোষ্ঠী দেশটির দক্ষিণাঞ্চলের শান্তিপূর্ণ এলাকা থেকে এসেছে। সাম্প্রতিক সময়ে এই গোষ্ঠীগুলোর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।সু চির দল এনএলডি আগামী মার্চে দেশটির ক্ষমতা গ্রহণ করবে। নভেম্বরের নির্বাচনে এনএলডি ভূমিধস জয়লাভ করলেও সাংবিধানিক কারণে দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না দলটির প্রধান সু চি। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির বিভিন্ন গোষ্ঠী অধিক স্বায়ত্ত্বশাসনের দাবিতে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে। এসঅাইএস/পিআর

Advertisement