ক্যাম্পাস

এসআই মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীর উপর নির্যাতনকারী এসআই মাসুদ শিকাদরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা।মানবন্ধনে বক্তারা বলেন, এসআই মাসুদ গোলাম রাব্বীর উপর যে নির্যাতন করেছে আমরা তার নিন্দা জানাই। সে যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য। তাকে শুধু ক্লোজড করলে হবে না তাকে পুলিশ থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। লোক দেখানোর জন্য ক্লোজড করা সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না।বক্তরা আরো বলেন, গোলাম রাব্বী হচ্ছেন একজন স্বপ্নভাজ তরুণ। তাকে ইয়াবা গাজা আছে বলে যে দোষ দেয়া হয়েছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। ক্যাম্পাসে কেউ কোন দিন একটি সিগারেট খেতেও দেখে নি। অথচ তাকে এ ধরনের ব্যালেম দিয়ে নির্যাতন করা হয়েছে। এমনকি ৫ লাখ টাকা চাঁদা না দিলে তাকে হত্যার হুমকিও দেয়া হয়। আমরা প্রধামন্ত্রীর কাছে আহ্বান করবো অবিলম্বে এ ধরণের কুলাঙ্গারকে পুলিশ থেকে বরখাস্ত করতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরাম হোসাইনের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন, ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সানাউল হক সানী, বর্তমান সাধারণ সম্পাদক লালন মাহমুদ, ছাত্রনেতা মেহেদী হাসান রনি, সাংবাদিক মাহমুদুল হাসান নয়নসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী। এমএইচ/জেডএইচ/পিআর

Advertisement