রাজধানীর পল্লবীতে বাসার ছাদে খেলার সময় নিচে পড়ে যায় ৭ বছরের শিশু আশরাফ। শনিবার (৫ মার্চ) ঘটনার পরপরই আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে রাতেই তাকে বাসায় নেওয়া হয়। বাসায় অসুস্থ হয়ে পড়ে আশরাফ। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
Advertisement
রোববার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢামেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটির বাবা ইকবাল হোসেন জানান, শনিবার তার ছেলে আশরাফ বাসার ছাদে খেলছিল। অসাবধানতাবশত একতলা ভবন থেকে নিচে টিনের একটি ঘরের ওপরে পড়ে যায়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় পাঠিয়ে দেয়। তবে অবস্থা গুরুতর হলে তারা শিশুটিকে ঢামেকে আনেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশরাফের বাবা ইকবালের গ্রামে বাড়ি মুন্সিগঞ্জে। বর্তমানে তারা মিরপুর-১২ নম্বরের পল্লবী ব্লক-ই-তে ভাড়া বাসায় বসবাস করছেন।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এএএইচ