আবার শিরোনামে সাকিব আল হাসান। হ্যাঁ, না, হ্যাঁ করে আবার দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার কথাই বলেছেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার।
Advertisement
রোববার (৬ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে অ্যামিরাটসের ফ্লাইটে হঠাৎ দুবাই যাচ্ছেন তিনি। তার আগেই জানিয়েছেন এমন কথা।
এর প্রেক্ষিতে তাকে দুইদিন সময় নিয়ে ভাবতে বলছে বিসিবি। মানসিক অবস্থা সম্পর্কে পুরো ভেবে যেকোনো সিদ্ধান্ত নিতে বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে আলাপে সাকিব জানিয়েছেন মানসিক ও শারীরিক ধকলের কারণে মূলত ক্রিকেট থেকে বিশ্রাম বা বিরতি চান তিনি, ‘শারীরিক ও মানসিকভাবে যে অবস্থায় আছি, তাতে আমার কাছে মনে হয় না যে আমার পক্ষে এখন আন্তর্জাাতিক ক্রিকেট খেলাটা সম্ভব খুব একটা।’
Advertisement
স্বাভাবিকভাবেই চলে আসে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের প্রসঙ্গ। এ বিষয়ে তার ভাষ্য, ‘দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে যেটা বলতে হয় যে মানসিক। এই কারণে আমার কাছে মনে হয় যে যদি আমি একটা বিরতি পাই, হয়তো আবার যদি ওই আগ্রহটা ফিরে পাই তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে।’
সাকিবের এমন বক্তব্যর প্রেক্ষিতে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জাগো নিউজকে বলেছেন, ‘সাকিব আমাকে বলেনি যে সে দক্ষিণ আফ্রিকা যাবে না। সে বলেছে, সে মানসিকভাবে অবসাদগ্রস্ত, শারীরিকভাবে ক্লান্ত। এ রকম অবস্থায় সে খেলতে তেমন উৎসাহ পাচ্ছে না।’ তাই সাকিবকে দুইদিন ভাবার পরামর্শ দেওয়ার কথা জানিয়ে জালাল আরও বলেন, ‘আমি তাকে বলেছি তুমি দুই দিন ভাবো। এরপর ভেবে আমাদের জানাও।’ আজ রাত ১০টা ৪০ মিনিটে অ্যামিরাটসের ফ্লাইটে সাকিব দুবাই যাচ্ছেন। তাকে বরাবরের মত বিমানবন্দরে বিদায় জানাতে যাওয়া ওয়াসিম খান জাগো নিউজকে জানিয়েছেন, সপরিবারে নয়, সাকিব একাই যাচ্ছেন দুবাই। একটি ব্যক্তিগত কাজে মূলত তার দুবাই যাওয়া।
এআরবি/এসএএস/এএএইচ
Advertisement