খেলাধুলা

কখনো বার্সা ছাড়বো না : মেসি

অনেকদিন ধরেই গুঞ্জন চলছে চলতি মৌসুমের জানুয়ারিতে বার্সেলোনা ছাড়ছেন ক্লাবটির আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। বার্সা ছাড়ারে কারণ হিসেবে মেসি-এনরিকের সম্পর্কের টানা-পোড়েনের কথা উল্লেখ করে সংবাদ পরিবেশন করছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। কিন্তু এগুলোর সবকিছুকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন মেসি। মেসি বলেন, আমি এ কথা এক হাজার বার বলেছি। আর এটাই বলবো। আমি ক্যারিয়ার ঘরের মাঠেই শেষ করতে চাই। আর আমার ঘর বার্সেলোনা। সুইজারল্যান্ডের জুরিখে ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্লাব সতীর্থ নেইমারকে পেছনে ফেলে বর্ষসেরার খেতাব জেতেন মেসি। ট্রফিটি জিতে তিনি জানান, বার্সা একমাত্র ক্লাব তার জন্য। ১৩ বছর বয়স থেকে ফুটবল ক্লাব বার্সেলোনায় ক্যারিয়ার শুরু করা আর্জেন্টাইন অধিনায়কের প্রায় সকল প্রাপ্তি এই দল থেকে। তাই বার্সা কখনওই ছাড়বেন না বলেন জানিয়েছেন মেসি।বার্সার সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত খেলবেন মেসি। যখন তার বয়স হবে ৩১।এমআর/পিআর

Advertisement