নোট খাতার আত্মকাহিনিপ্রবীণ শিক্ষক তার বহু পুরোনো খাতা থেকে নোট ডিকটেশন দিচ্ছেন। সবাই মনোয়োগের সঙ্গে লিখে নিচ্ছে। শুধু একটি ছেলে কোণের দিকে নির্বিকারভাবে বসে আছে।শিক্ষক: কী ব্যাপার, তুমি নোট নিচ্ছ না যে?ছাত্র: দরকার নেই, স্যার।শিক্ষক: দরকার নেই! কেন?ছাত্র: আব্বার নোট খাতা আমি খুঁজে পেয়েছি, স্যার। তিনিও আপনার ছাত্র ছিলেন।
Advertisement
****
রাতের খাবারস্বামী-স্ত্রীর ঝগড়ার পর স্বামী বাসা থেকে চলে গেছেন। তাদের মধ্যে মুঠোফোনে কথা হচ্ছেস্বামী: আজ রাতের খাবার কী?স্ত্রী: বিষ আছে বিষ! স্বামী: ঠিক আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার ফিরতে আরও দেরি হবে।
****
Advertisement
বাড়িতে বস কে?গৃহপরিচারিকার কাছে পল্টু আর সুমিকে রেখে বেড়াতে গেছেন ওদের বাবা-মা। গৃহপরিচারিকাকে বাবার চেয়ারে বসতে দেখে চেঁচিয়ে উঠলো—সুমি: তুমি আমার বাবার চেয়ারে বসলে কেন?গৃহপরিচারিকা: বাবা তো এখন বাসায় নেই। তা ছাড়া এখানে আমিই সবচেয়ে বড়, সুতরাং আমিই তোমাদের বস।পল্টু: তাহলে তুমি মায়ের চেয়ারে বসো।
কেএসকে/এমএস