করোনা সংক্রমণ প্রতিরোধে দেওয়া বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি আরব। এখন থেকে দেশটিতে সামাজিক দূরত্ব মানতে হবে না। এছাড়া বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে না দেশটিতে।
Advertisement
শনিবার (৫ মার্চ) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সৌদি গেজেট এক প্রতিবেদনে জানায়, নতুন ঘোষণায় অনুযায়ী দেশটির প্রধান দুই পবিত্র মসজিদ মক্কা ও মদিনার পাশাপাশি অন্যান্য মসজিদেও সামাজিক দূরত্ব মানতে হবে না। তবে বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা না থাকলেও ঘরে মাস্ক পরা অবশ্যক।
এছাড়া সৌদি আরবে খোলা জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা যাবে। বিদেশি যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকােএবং করোনার পিসিআর টেস্ট করার নিয়মও বাতিল করা হয়েছে।
Advertisement
এর আগে করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয় সৌদি আরব। তবে নতুন ঘোষণায় দক্ষিণ আফ্রিকা, এস্বাতীনি, বতসোয়ানা, নামিবিয়া, লেসোথু ও এশিয়ার আফগানিস্তানসহ ১৭টি দেশের নাগরিকদের ভ্রমণ করার অনুমতি দিয়েছে সৌদি আরব।
আরএডি/ইএ/এমএস