এখন থেকে অনলাইনেই জানা যাবে প্রাইজবন্ড লটারির ফলাফল। www.samikabir.online ওয়েবসাইটে প্রবেশ করলে মোবাইল বা কম্পিউটারের থেকে ফলাফল জানার অ্যাপটি চালু করা যাবে।
Advertisement
শনিবার (৫ মার্চ) প্রাইজবন্ড রেজাল্ট ইনকোয়ারি সফটওয়্যার বা পিবিআরইএস নামের সফটওয়্যার চালু করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেগুনবাগিচায় সফটওয়্যারের উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এসময় এনবিআর, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়, অ্যাপ ছাড়াও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে গিয়ে অভ্যন্তরীণ ই-সেবা অংশে প্রাইজবন্ডের ‘ড্র’-এর ফলাফল অনুসন্ধানে এ ওয়েবভিত্তিক সফটওয়্যারে প্রবেশ করে গ্রাহকরা ফলাফল জানতে পারবেন। অ্যাপটিতে সার্চ বক্সে সরাসরি নম্বর লিখে অথবা নম্বর আপলোড করে ফলাফল জানা যাবে।
আরও জানানো হয়, একাধিক নম্বর একসঙ্গে অনুসন্ধান করতে হলে নম্বরগুলোকে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। ধারাবাহিক (সিরিজ) নম্বর অনুসন্ধানের জন্য প্রথম ও শেষ সংখ্যার মধ্যে হাইফেন (-) ব্যবহার করতে হবে। এছাড়া এ সফটওয়্যারে ক্রেতারা বিনামূল্যে ই-মেইল সাবস্ক্রিপশন করতে পারবেন। যার মাধ্যমে প্রতি ৩ মাস পরপর (৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল সম্পর্কে সাবস্ক্রিপশন পাওয়া নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে ই-মেইলে অবহিত হতে পারবেন।
Advertisement
এ নিয়ে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আমরা প্রাইজবন্ডকে জনপ্রিয় করতে চাই। তারই অংশ হিসেবে এ সফটওয়্যারটি চালু করা হলো। আমাদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আইটি টিম নিজস্ব জনবলের সাহায্যে সুন্দর এ অ্যাপটি তৈরি করেছে। আশা করছি এটি কার্যকরী ও উপকারী হবে প্রাইজবন্ড ড্রয়ের লটারি মেলানোর জন্য।
এসএম/একেআর/জিকেএস