রাজনীতি

ইউপি নির্বাচনে নিজস্ব প্রার্থী দিতে ৫ দাবি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব রাজনৈতিক দল যেন দলীয় মনোনয়ন ও প্রতীকে তাদের নিজস্ব প্রার্থী দিতে পারে সে লক্ষ্যে ৫ দাবি তুলে ধরেছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানীসহ বিভিন্ন সংগঠন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে ৫ দফা দাবি তুলে ধরা হয়। ভোটার ঐক্য, ন্যাপ ভাসানী, স্বরাজ মঞ্চ, বাংলাদেশ লোকশক্তি ও জাগো বাঙ্গালী এ মানববন্ধনের আয়োজন করে। ৫ দফা দাবি তুলে ধরেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী। দাবিগুলো হলো : এক. পৌর  নির্বাচনে সময়ের স্বল্পতা ও সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে পাশ কাটিয়ে গেলেও এবার ইউপি নির্বাচনের আগে যথেষ্ট সময় আছে নতুন করে রাজনৈতিক দলসমূহ যেন নিবন্ধন পেতে পারে তার জন্য শর্তসমূহ সহজ করা উচিত। ১০টি জেলা ও ২৫টি উপজেলায় রাজনৈতিক দলের কার্যালয় বাধ্যতামূলক করা। দুই. স্বতন্ত্র প্রার্থীদের বেলায় ১ শতাংশ ভোটারের লিখিত সমর্থনের ধারাটি রহিত করা। তিন. ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি ভোটে একজন নির্বাচিত ভাইস চেয়ারম্যান পদ দেয়া। চার. ডিসি ও টিএনও এর পরিবর্তে জেলা বা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দেয়া। পাঁচ. প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সব দলের সমন্বয়ে একশ’ জনের স্বেচ্ছাসেবক নিয়োগ করা।মানববন্ধনে উপস্থিত ছিলেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, জাগো বাঙ্গালীর চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান, স্বরাজ মঞ্চের সমন্বয়কারী মোহাম্মাদ মাসুদ, বাংলাদেশ লোকশক্তি পার্টির আহ্বায়ক শহীকুল আলম টিটু প্রমুখ।এএস/জেডএইচ/পিআর

Advertisement