রাজনীতি

রাজশাহী-খুলনায় বিএনপির নগর কমিটি ঘোষণা

রাজশাহী মহানগর বিএনপি ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৫ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, রাজশাহী মহানগর বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট ও খুলনা জেলা বিএনপির ৬৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি

আহ্বায়ক অ্যাডভোকেট ড. মো. এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক মো. দেলাওয়ার হোসেন, মো. ওয়ালিউল হক রানা, মো. আসলাম সরকার, মো. শফিকুল ইসলাম শাফিক, মো. বজলুল হক মন্টু ও মো. জয়নাল আবেদীন শিবলী।

Advertisement

সদস্য সচিব মো. মামুন-অর-রশিদ, সদস্য (দপ্তরের দায়িত্বে) মো. নজরুল ইসলাম জুয়েল, সদস্য মো. আশরাফ জামাল আব্বু, মো. মোস্তাফিজুল ইকবাল, সৈয়দ জাহিদ ইকবাল (বাবলা), মো. মনিরুজ্জামান শরিফ (মনির), মো. সামসুল খান, মো. হসরত মোহানী, মো. আব্দুল আওয়াল চুমু, মো. মুনসুর আলম স্বপন, মো. মাসুদ খান, মো. কামাল উদ্দিন, ডা. লুৎফর রহমান খোকন, মো. শাহবাজ উদ্দিন (বাদশা), তাজ উদ্দিন আহম্মেদ সেন্টু, সৈয়দ মো. রায়হান (পিন্টু), মো. রফিকুল ইসলাম (সদর), মো. শফিকুল আলম সমাপ্ত, মো. মাহফুজুল হাসনাইন (হিকোল), মো. আলী আহসান (নান্নু), মো. জসিম উদ্দিন, মো. এইচ এম এম নজরুল ইসলাম।

এছাড়া মো. আসাদুর রহমান সরকার (হারুন), সৈয়দ আব্দুল কাইয়ুম (বেল্টু), মো. নজরুল ইসলাম (হেলাল), মো. সাইদুজ্জামান সরদার (টনি), মো. রফিকুল ইসলাম (ইমন), মো. সোলায়মান, জহিরুল হক মো. ফিরোজ কবির মামুন, মো. ওবায়দুল ইসলাম টুটুল, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. ফরিদ হোসেন (রবিউল), মো. আকতার জাহান, মো. আরিফুল শেখ বনি, মো. আব্দুর রউফ লালন, মো. আলাউদ্দিন, মো. গুলজার হোসেন, মো. মজিউল আহসান হিমেল, আবু হেনা মো. শাহিন রান্টু, মো. শাজাহান আলী, জোবাইদা খানম (রিতা), অ্যাডভোকেট ড. সিফাত জেরিন (তুলি), শাহিনা আক্তার (রোজি), মো. নেশার আহমেদ, মো. গোলাম রাব্বানী, মো. গোলাম মোহায়মেন বিপুল, মো. নুরুল ইসলাম, মো. শহিদুল ইসলাম টুটুল, নুরে কুতুবে আলম (মিলন), এস এম সালাহ উদ্দীন (রতন), মো. আলমগীর হোসেন, মো. বাহারুল আলম ভূইয়া ও মশিউর রহমান মনা সদস্য নির্বাচিত হয়েছেন।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি

আহ্বায়ক আমীর এজাজ খাঁন, যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, খাঁন জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, মো. রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, শামিম কবির, আশরাফুল আলম খাঁন নান্নু, সামসুল আলম পিন্টু, মেজবাউল আলম ও এনামুল হক সজল।

Advertisement

সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, সদস্য মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, ডা. গাজী আব্দুল হক, চৌধুরী কওসার আলী, মোমরেজুল ইসলাম, ডা. আব্দুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, ওয়াহিদ ইমরান, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অসীত কুমার সাহা, সাকিল আহম্মেদ দিলু, অ্যাডভোকেট ড. এ কে এম শহীদুল আলম, ইলিয়াস হোসেন মল্লিক, শেখ আসগর আলী, মোল্লা এনামুল কবির, ওহিদুজ্জামান রানা, মো. হাফিজুর রহমান, আনিছুর রহমান, সুলতান মাহমুদ।

এছাড়া জি এম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, নাজমুর সাকির পিন্টু, মো. ইকবাল শরীফ, অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুর, আরিফুর রহমান আরিফ, খন্দকার ফারুক হোসেন, সেলিম সর্দার, রবিউল হোসেন, সরওয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, রুম্মন আজম, সাইদুজ্জামান খান, হাসনাত রিজভী মার্শাল, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, মল্লিক আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার টিটু ভূঞা, হাবিবুর রহমান রিটু, শেখ আবুল বাশার, নুরুল আমিন বাবুল, শাহাদাত হোসেন ডাবলু, গাজী আব্দুল হালিম, দিদারুল হোসেন দিদার, হেলাল উদ্দিন হেলাল, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারি পান্না ও মাহমুদ জাহিদ আল কাদির সদস্য নির্বাচিত হয়েছেন।

কেএইচ/এমআইএইচ/ইএ/এমএস