কৃষির অগ্রগতিতে যারা অসামান্য অবদান রেখেছেন সেসকল কৃষকদের সম্মাননা জানানোর লক্ষে দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১’। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ৪ মার্চ, শুক্রবার।
Advertisement
মো. মাসুদ মিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে বিকাল ৪টায় সরাসরি সম্প্রচার করা হয়। দিনব্যাপী ছিলো কৃষি মেলা।
চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১‘ এর জমকালো সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, মেহজাবিন চৌধুরী, মিম চৌধুরী, নাদিয়া।
নৃত্য পরিচালনায় ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ। এছাড়াও গান পরিবেশন করেছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।
Advertisement
১০টি ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি/প্রতিষ্ঠান সেরা কৃষি উদ্যোক্তা পুরুষ মো. হারুন চৌধুরী, সেরা কৃষি উদ্যোক্তা নারী শাহীদা বেগম, সেরা মাঠ ফসল উৎপাদনকারী কৃষক মো. মনিরুজ্জামান মনির, সেরা গুচ্ছ কৃষি/সমবায় কৃষি বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি আগারগাঁও, সেরা কৃষি উদ্ভাবক নূর মোহাম্মাদ, সেরা ফলবাগানী মো. রফিকুল ইসলাম, সেরা গবাদি পশুর খামারি মো. ইয়াসির আরাফাত রুবেল, সেরা পোল্ট্রি খামারি মো. শাহিনুর রহমান, সেরা সবজিচাষী রাজিয়া সুলতানা, সেরা মৎস্যচাষী ফারহীন রিশতা বিনতে বেনজির।
কৃষকদের সম্মাননা প্রদান করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও মৎস্য, প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মহা পরিচালকগণ।
কৃষকদের সম্মাননা সনদ, ক্রেস্ট, এক লক্ষ টাকা করে সম্মাননা এবং এসিআইয়ের পক্ষ থেকে গিফট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, এসিআই এগ্রো বিজনেস ডিভিশন এর প্রেসিডেন্ট ড. ফা. হ. আনসারী, দীপ্ত টিভির পরিচালক ড. পারভীন, দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন শাহপার হাসান এবং দীপ্ত টিভির প্রধান র্নিবাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী।
Advertisement
এলএ/এমএস