ধাঁধা :১. ‘একটি অক্ষর শিক্ষকে আছে, পণ্ডিতে নেই। আবার কাননে আছে, বাগানে নেই।’২. ‘একটুখানি গাছে তিল ঝুরঝুর করে। একটুখানি টোকা দিলে ঝরঝরিয়ে পড়ে।’৩. ‘একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই। দুটি পেলে হবে চাষি ভাই।’৪. ‘উটের মতো বুক টান, কোন জিনিসের চার কান?’উত্তর : ১. ক২. শিশির৩. বলদ৪. চৌচালা ঘরএসইউ/পিআর
Advertisement