ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথের নাম ব্রাজিল বনাম আর্জেন্টিনা। এই দুইটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে অনেক সময় "দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ" বলা হয়। তবে বর্তমান সময়ে ক্লাব ফুটবলের যুগে দুই দলের অধিনায়ক মেসি-নেইমার খেলছেন একই ক্লাবে। বুকে বুক মিলিয়ে করছেন গোল উদযাপন। ২০১৫ সালে অসাধারণ পারফরমেন্সের সুবাদে মেসি ও রোনালদোর সঙ্গে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা করে নেন নেইমার। আর এ পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে এসে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই নাকি তিনি বার্সেলোনা সতীর্থ মেসির প্রেমে পড়েছেন।সোমবার ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে মেসিকে নিয়ে নেইমার বলেন, আমি পুরোপুরিভাবে তার প্রেমে পড়ে গেছি। সে সত্যিই একজন আইডলে পরিণত হয়েছে।মেসি-রোনালদোর পাশে পুরস্কারের এই মঞ্চে আসতে পারার গর্বের কথা জানিয়ে নেইমার আরও বলেন, আমি মনে করি, তারা আসলেই সেরা। আর এজন্যই তারা এখানে। এর অংশ হতে পেরে এবং এই দুজন যাদের আমি সম্মান করি তাদের পাশে থাকতে পেরে আমি খুব খুশি। আমি এখানে ফিরে আসার আশা করি। আশা করি, আমার দল জিততে থাকবে এবং আবারও আমি হয়তো এখানে ফিরে আসব।এমআর/পিআর
Advertisement