তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে আহত হাফেজ মাসুদুর রহমান (১৮) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হওয়ার ঘটনায় শহরে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের হাসপাতাল রোড, লোকনাথ ময়দান ও টি.এ রোডে টায়ার জ্বালিয়ে ও বাঁশ ফেলে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রেখেছেন কয়েকশ মাদ্রাসাছাত্র। এর ফলে ওই সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।এদিকে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই বিজিবি সদস্যদের শহরের বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে।এ ব্যাপারে ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত এসব বিজিবি সদস্যরা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর
Advertisement