জাতীয়

জেএমবির ৪ সদস্য গ্রেফতার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী উইংয়ের প্রধান ফাতিমাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাসুুুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি। গ্রেফতারকৃত ফাতিমা বর্ধমান বিস্ফোরণকাণ্ডের মূলহোতা সাজিদের স্ত্রী।

Advertisement