১৭০১ খ্রিস্টাব্দের এই দিনে সুইজারল্যান্ডের প্রোটেস্ট্যান্টরা খ্রিস্টীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন।১৭২৯ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ রাজনীতিবিদ ও বাগ্মী অ্যাডমন্ড বার্কের জন্ম।১৮৬৩ খ্রিস্টাব্দের এই দিনে হিন্দু ধর্ম ও সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দ (নরেন্দ্রনাথ দত্ত)-এর জন্ম।১৮৬৬ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে রয়্যাল অ্যারোনটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।১৮৭৬ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডনের জন্ম।১৮৭৯ খ্রিস্টাব্দের এই দিনে জুলু যুদ্ধ শুরু।১৮৯৭ খ্রিস্টাব্দের এই দিনে শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যানের মৃত্যু।১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে কবি-সাংবাদিক আবদুল গণি হাজারীর জন্ম।১৯৩৪ খ্রিস্টাব্দের এই দিনে চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়।১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে শওকত আলীর জন্ম। ১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে শিশুসাহিত্যিক ও সাংবাদিক গোলাম রহমানের মৃত্যু।১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে এম আতাউর রহমান মৃত্যুবরণ করেন। ১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে ভারত-আমেরিকা প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হয়।এইচআর/পিআর
Advertisement