প্রবাস

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে মালয়েশিয়া যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। রোববার (১০ জানুয়ারি) মালয়েশিয়া যুবলীগের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, দাতু কালাম, মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রধান এমদাদুল হক সবুজ মামা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ, রেজাউল হক লায়ন, জহিরুল ইসলাম জহির, মাসুদুল আলম রনি, মাহবুবুল আলম কাজল, শরিফ আহমেদ রাজু, আল আমিন ডলার, আব্দুল হাকিম, কামরুল ইসলাম সুভাষ প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি মাও আক্তার হোসেন প্রমুখ।পরে রোববার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কুয়ালালামপুরের রাফি মাজু রেস্টুরেন্টে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মালয়েশিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসান আলোচনা সভা ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন।সভায় বক্তারা বলেন, জাতির পিতা ১৯৭২ এর ১০ জানুয়ারি বাংলার মাটিতে প্রত্যাবর্তন করে এক ঐতিহাসিক ভাষণ দেন। পাকিস্তানি সামরিক জান্তার নির্মম নির্যাতনের বর্ণনা দেন। বাঙালি জাতি ফিরে পায় জাতির পিতাকে। বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। স্বদেশ প্রত্যাবর্তনের পর জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সর্বশক্তি নিয়োগ করেন।ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বন্ধু দেশসমূহ দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসির সদস্য হয়। বঙ্গবন্ধুর ঐন্দ্রজালিক নেতৃত্বে অতি অল্পদিনের মধ্যেই বিশ্ব দরবারে বাংলাদেশের দৃঢ় অবস্থান তৈরি হয়।আসুন, মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠা করি। যেখানে ধনী-দরিদ্র ভেদাভেদ থাকবে না। সকলের জন্য সম্ভাবনার দুয়ার থাকবে অবারিত।মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুর রহমান সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস কে মুকুল, লিটন সরকার বাবু, সুমন হোসেন, কবি শেখ জাহাঙ্গীর, হারুনুর রশিদ, তৌসিফ চৌধুরী, শেখ সোহেল ও মালয়েশিয়া আওয়ামী মুুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি রাসেল হাওলাদার প্রমুখ।বিএ

Advertisement