দেশজুড়ে

ফতুল্লায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ আটক ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাভার্ডভ্যান থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দসহ চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা এলাকা থেকে এসব ভারতীয় শাড়ি জব্ধ করা হয়।তবে শাড়িগুলো সন্ধ্যা ৭টায় উদ্ধার করলেও রহস্যজনক কারণে আটকের সময় রাত ১০টায় দেখানো হয় বলে অভিযোগ উঠেছে। আটককৃতরা হলেন ঢাকার বংশালের আলী আক্কাসের ছেলে রাসেল (৩০), টিকাটুলির আহসান আলী মাঝির ছেলে মিলন মাঝি (৩০) ও মুগদার ইসমাইলের ছেলে মিজান। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ আহাম্মদ, এসআই সিদ্দিকুর রহমান ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এসব শাড়ি উদ্ধার করে।কাভার্ডভ্যানটি মুন্সিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।মো. শাহাদাত হোসেন/বিএ

Advertisement