মঙ্গলবার ওয়াকায় ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার দুই পেসার জোয়েল প্যারিস এবং স্কট বোল্যান্ডের। সোমবার সংবাদ সম্মেলনে নিজেদের প্রথম একাদশ জানিয়ে দিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ।বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে মঙ্গলবার। ওকায়ায় বাউন্সি উইকেটের কথা মাথায় রেখেই চার পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া। তৃতীয় ও চতুর্থ পেসার হিসেবে রয়েছেন জস হ্যাজলউড এবং জেমস ফকনার। একমাত্র স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল।ভিক্টোরিয়ার ডানহাতি পেসার বোল্যান্ডের অভিজ্ঞতা ২৮টি ‘লিস্ট এ’ ম্যাচ। উইকেট নিয়েছেন ৪১টি। আর বাঁ-হাতি প্যারিসের অভিজ্ঞতা আরও কম। ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ২৪টি।প্যারিস সম্পর্কে অজি অধিনায়ক স্মিথ বলেন, ‘গত দু’বছর ম্যাটাডোর কাপ ও বিগব্যাশে দারুণ পারফর্ম করেছেন বাঁ-হাতি প্যারিস। ওকে এবার দেখে নিতে চাই। পার্থ বিশ্বের সেরা মাঠগুলোর একটি। ফাস্ট বোলাররা সব সময় এখানে বল করতে চায়। ক্যারি ও সুইং দু’টোই পাবে। ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে। স্বাভাবিকভাবেই প্যারিসের কাছে এটা দারুণ সুযোগ।’২৬ বছরের বোল্যান্ডের অস্ত্র ইয়র্কার। ডেথ ওভারে দারুণ কাজে দেবে বলে মনে করেন অজি অধিনায়ক। স্মিথ বলেন, ‘ম্যাটাডোর কাপ ও বিগব্যাশে বোল্যান্ডের ডেথ বোলিং দারুণ ছিল। ওর ইয়র্কার ব্যাটসম্যানদের পরাস্ত করার সেরা অস্ত্র। আশা করি সে এখানে সেটা করতে পারবে।’ সম্প্রতি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্টে ওয়াকার পিচে প্রচুর রান উঠলেও মঙ্গলবার বাউন্স পাওয়ার ব্যাপারে আশাবাদী অজি থিঙ্কট্যাঙ্ক।নিজের দলের বোলিং নিয়ে আশাবাদী হলেও ভারতের টপ-অর্ডার ব্যাটিংকে সমীহ করছেন স্মিথ। কোহলি, রোহিত, রাহানের উইকেট যে গুরুত্বপূর্ণ তা মনে করে দিয়ে স্মিথ বলেন, ‘ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে ভারতের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান রয়েছে। গত বছর আমরা সেটা দেখেছি। আবহাওয়া, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। কোহলি, রোহিত ও রাহানের টপ-অর্ডার যে কোনও বোলিং লাইন-আপকে চিন্তায় রাখবে।’অস্ট্রেলিয়া একাদশ: অ্যারোন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ (অধিনায়ক), জর্জ বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, স্কট বোল্যান্ড, জোয়েল প্যারিস ও জস হ্যাজলউড।আইএইচএস/বিএ
Advertisement