দেশজুড়ে

মঙ্গলবার রামগতির এক নম্বর ওয়ার্ডে পুনঃনির্বাচন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে পুনঃনির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এক টানা এ ভোটগ্রহণ চলবে।এর আগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটগ্রহণের ফলাফলে ওই ওয়ার্ডের সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দুইজন কাউন্সিলর প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় পুনঃনির্বাচনের ঘোষণা দেয়া হয়। রামগতিতে মেয়র পদে আওয়ামী লীগের মেজবাহ উদ্দিন মেজু নির্বাচিত হয়েছিলেন।রামগতি পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এফএম শফী কামাল জানান, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটগ্রহণের দিন ওই ওয়ার্ডের উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী প্রদীপ কুমার মজুমদার ও পানির বোতল প্রতীকের প্রার্থী জয়নাল আবদীন ৫৩৩টি করে ভোট পান।যে কারণে পৌর নির্বাচনী বিধি অনুয়াযী ওই ওয়ার্ডে পুনঃনির্বাচনের উদ্যোগ নেয়া হয়। মঙ্গলবার চরসীতা তোরাব আলী উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে ওই পুনঃনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।তিনি আরো জানান, এ ওয়ার্ডে কাউন্সিলর পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বর্তমান কাউন্সিলর প্রদীপ মজুমদার (উট পাখি), এজেডএম মনসুর (টেবিল ল্যাম্প), জয়নাল আবেদিন (পানির বোতল), ইসমাইল হোসাইন (পাঞ্জাবী) ও সলিল মজুমদার (ডালিম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে এক হাজার ৪৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৭২৫ জন পুরুষ ও ৭৬০ জন নারী ভোটার রয়েছে।কাজল কায়েস/এআরএ/বিএ

Advertisement