খেলাধুলা

প্রথম যেদিন কোহলির কথা শুনেছিলেন টেন্ডুলকার

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। মোহালিতে হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচের রয়েছে বিশেষ গুরুত্ব। কেননা এটি সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির একশতম টেস্ট ম্যাচ।

Advertisement

কোহলির এই বিশেষ মাইলফলকের আগে তার জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটাররা। ভারতের ক্রিকেটের ঈশ্বরখ্যাত সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ফিরে গেছেন প্রায় ১৪ বছর আগে। যেদিন তিনি প্রথম শুনেছিলেন কোহলির কথা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিওবার্তায় শচিন বলেছেন, ‘আমি প্রথমবার তোমার কথা শুনেছিল ২০০৮ সালে, যখন আমরা অস্ট্রেলিয়া সফরে ছিলাম। তোমরা তখন মালয়েশিয়াতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলছো।’

‘তখন আমাদের দলের বেশ কয়েকজন খেলোয়াড় তোমার ব্যাপারে আলোচনা করছিল। তারা বলছিল, এই ছেলের প্রতি নজর রাখতে হবে। খুব ভালো ব্যাটিং করে। এখন মাঠে নেমে যাও (শততম টেস্টে) এবং ভালো করো। অনেক শুভকামনা।’

Advertisement

ভারতের আরেক কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় বলেছেন, ‘একটি টেস্ট খেলতে পারাও দারুণ কিছু। আর ১০০ ম্যাচ খেলতে পারা অসাধারণ অর্জন। এটি এমন একটি অর্জন যা নিয়ে বিরাট কোহলি গর্ব করতে পারে। অনেক শুভকামনা। দিনটি উপভোগ করো, উপলক্ষ রাঙিয়ে রাখো।’

শুক্রবারের ম্যাচটির মাধ্যমে বিশ্বের ৭১তম ও ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন কোহলি। এখন পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে ১৬৮ ইনিংস ব্যাটিং করে ২৭ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে ৭৯৬২ রান করেছেন তিনি।

মোহালিতে দুই ইনিংস মিলে মাত্র ৩৮ রান করলেই ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে ৮ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন কোহলি।

এসএএস/জিকেএস

Advertisement