ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে অন্যায়ভাবে আটকে রেখে ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টাকারী এসআই মাসুদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।সুষ্ঠু তদন্ত করে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবি করেন সমিতির সভাপতি আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক লালন মাহমুদ। সোমবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান।তারা বলেন, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে প্রত্যাহার করেই যেন বিচার শেষ না হয়। বরং সুষ্ঠু তদন্ত করে এসআই মাসুদসহ ঘটনার সঙ্গে আরো যেসব পুলিশ সদস্য জড়িত তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। এছাড়া মোহাম্মদপুর থানার ওসি এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করায় তাকেও শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।উল্লেখ্য, গত শনিবার রাত ১১টার দিকে রাব্বী মোহাম্মদপুর খালার বাসা থেকে কল্যাণপুর নিজের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্য তার শার্টের কলার ধরে বলেন, তোর কাছে ইয়াবা আছে।তিনি অস্বীকার করলে এসআই মাসুদসহ পুলিশ সদস্যরা তাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। এক পর্যায়ে তাকে জোর করে পুলিশের ভ্যানে তোলা হয়। থানায় নেয়ার পর টাকা না দেয়ায় ওই ব্যাংক কর্মকর্তাকে বেধড়ক পেটায় পুলিশ।এমএইচ/জেডএইচ/বিএ
Advertisement