জোকস

আজকের জোকস: প্রবাসী স্বামীর কাছে স্ত্রীর পত্র

প্রবাসী স্বামীর কাছে স্ত্রীর পত্রএক স্বল্পশিক্ষিত ভদ্রমহিলা তার প্রবাসী স্বামীকে চিঠি লিখছেন। তিনি বিরাম চিহ্নের ব্যবহার তেমন জানেনই না। যেখানে খুশি সেখানেই বাক্য শেষ করেছেন। এতে যা দাঁড়ালো—

Advertisement

ওগোসারাজীবন শুধু বিদেশেই কাটালে এইছিল। তোমার কপালে আমার পা। আরও ফুলে উঠেছে উঠানটা। জলে ডুবে গেছে ছোট খোকা। স্কুলে যেতে চায় না বুড়ো গরুটা। রোজ আধসের দুধ দেয় বড় বৌ। রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলেছে তোমার বাবা । দাঁড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে করিমের মা। কাল থেকে আর আসবে না। ছুটিতে বাড়ি আসবে না। আসলে দুঃখ পাবো। ইতি তোমার বৌ

****

বিজ্ঞানীদের নাম মনে রাখার উপায়বিজ্ঞান শাখায় পড়াশোনা করায় বিভিন্ন বিজ্ঞানীদের নাম মনে রাখতে সবারই হিমশিম খেতে হয়। তবে করিম বিজ্ঞানীদের নাম মনে রাখার সহজ একটি পদ্ধতি বের করেছে—বিজ্ঞানীর নাম: মার্সেলো মালপিজিনাম মনে রাখার উপায়: এক লোক চুরি করে ধরা পড়লে লোকজন তাকে এমন মার দিল (মার্সেলো) যে তাকে চুরির মাল ফেরত দিয়ে পিজি হাসপাতালে ভর্তি হতে হয় (মাল+পিজি= মালপিজি)। সেই থেকে তার নাম মার্সেলো মালপিজি।

Advertisement

****

চাপাবাজ দুই বন্ধু যখন একসঙ্গে থাকেদুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—১ম বন্ধু: জানিস, আমি সাঁতার কেটে পুরো নদী পার হতে পারি।২য় বন্ধু: আমি তো সাঁতার না কেটেই পার হতে পারি।১ম বন্ধু: কীভাবে?২য় বন্ধু: কেন, নৌকাতে চড়ে! 

কেএসকে/এএসএম

Advertisement