সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামি ২২ জানুয়ারি (শুক্রবার) পালিত হবে। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আমজাদ আলী।সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের আকাশে আজ ১৪৩৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। আগামী ২২ জানুয়ারি সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।সভায় ১৪৩৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ, স্পারসোর সিএসও মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। একে/আরআইপি
Advertisement