চলতি মার্চ মাসেই বিদেশিকর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। শ্রমিকদের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলো বিদেশিকর্মীদের কোয়ারেন্টাইনে নিশ্চিতে স্লট বুক করতে পারছেন।
Advertisement
বুধবার (২ মার্চ) মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘বিদেশিকর্মীদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। এরপর সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) প্ল্যাটফর্মে fwcms.com.my গিয়ে রেফারেন্সসহ (ভিডিআর) বুকিং করতে হবে।
ভিডিআর বলতে বোঝায়, বিদেশে মালয়েশিয়ার প্রতিনিধি অফিস থেকে দেওয়া একটি ভিসা, যার মাধ্যমে অভিবাসন বিভাগের সদরদপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়। যারা এটি পাবেন, তারা মালয়েশিয়ায় প্রবেশ করতে সক্ষম হবেন।
Advertisement
মন্ত্রী সারাভানান বন, কোয়ারেন্টাইন কেন্দ্রগুলো সীমিত এবং ক্লাং উপত্যকার আশপাশে অবস্থিত। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (নাদমা) অনুমোদিত হোটেলগুলো তালিকায় কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার হবে।
নির্দিষ্ট সময় কোয়ারেন্টাইনে থাকতে একজন শ্রমিকের প্রায় দুই থেকে তিন হাজার রিঙ্গিত খরচ হবে। এতে তারা থাকার জায়গা, দিনে তিনবেলা খাবার ও পানি দেওয়া হবে।
এদিকে, মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয় গত ১৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন চালু করে। মঙ্গলবার (১ মার্চ) পর্যন্ত এক লাখ ৭১ হাজার ১৩৩টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে এক লাখ ১৮ হাজার ৯৬৭টি উৎপাদনখাতে, ২১ হাজার ৪০টি পরিষেবায়, ১৫ হাজার ৭৮৭টি বৃক্ষরোপণে, ১২ হাজার ২৫২টি নির্মাণে এবং কৃষিখাতে তিন হাজার ৮৭টি আবেদন জমা পড়ে।
২০২১ সালের ১০ ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বিদেশিকর্মী নিয়োগের বিষয়ে সম্মতি দেয়।
Advertisement
এএএইচ/জিকেএস