ইউক্রেন রুশ আগ্রাসন ঠেকাতে সফল হবে বলে বিশ্বাস করেন দেশটির প্রায় ৯০ ভাগ মানুষ। বাকি ১০ ভাগের আত্মবিশ্বাস অতটা জোরালো নয়। তবে যুদ্ধে রাশিয়াকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ইউক্রেনীয়দের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বুধবার (১ মার্চ) রেটিং গ্রুপ নামে একটি স্থানীয় সংস্থার জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর কিয়েভ ইন্ডিপেনডেন্টের।
Advertisement
জরিপে দেখা গেছে, ইউক্রেনের ৮৮ শতাংশ মানুষ বিশ্বাস করেন, তারা রুশ আগ্রাসন ঠেকাতে সক্ষম হবেন। বাকি ১০ শতাংশ এ বিষয়ে সন্দিহান।
সামরিক প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষ। ছবি সংগৃহীত
দেশটির ৯৮ শতাংশ মানুষ ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তুষ্ট। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন করছেন ৯৩ শতাংশ মানুষ, স্থানীয়দের মেয়রদের সিদ্ধান্তে আস্থা রয়েছে ৮৪ শতাংশ ইউক্রেনীয়র।
Advertisement
জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ বলেছেন, তারা স্বদেশকে রক্ষায় অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত। যুদ্ধপূর্ব সময়ের তুলনায় এর হার অনেকটাই বেড়েছে। ২০২০ সালে এ ধরনের মানুষের সংখ্যা ছিল মাত্র ৫৯ শতাংশ।
সামরিক প্রশিক্ষণে ইউক্রেনের সাধারণ মানুষেরা। ছবি সংগৃহীত
ইউক্রেনের ৮৬ শতাংশ মানুষ মনে করেন, তাদের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া উচিত। ৭৬ শতাংশ ন্যাটো জোটে ঢোকাকে সমর্থন করেন। যুদ্ধপূর্ব সময়ের তুলনায় এ দুটি বিষয়েই সমর্থনের হার প্রায় ২০ শতাংশ করে বেড়েছে।
ক্রিমিয়া ও ডনবাস অঞ্চল বাদে ইউক্রেনের প্রায় সব অঞ্চলের ১৮ বছর বয়সোর্ধ্ব ১২শ মানুষ এই জরিপে অংশ নেন। কম্পিউটারের সাহায্যে টেলিফোনে তাদের মতামত নেওয়া হয়েছে।
Advertisement
কেএএ/এএসএম