একুশে বইমেলা

বইমেলায় মুনির আহমেদের ‘প্রান্তে প্রান্তে স্বপ্ন’

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি মুনির আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রান্তে প্রান্তে স্বপ্ন’। কাব্যগ্রন্থটির প্রকাশক কবি মানস। বইমেলার ২৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

Advertisement

মুনির আহমেদ বলেন, ‘মূলত কাব্যগ্রন্থটি আমার কল্পনার সেই বিশেষ মানুষকে নিয়ে লেখা। গ্রন্থটির প্রতিটি বর্ণে এবং অক্ষরে ছড়িয়ে আছে কল্পলোকের সেই মানুষটির সঙ্গে কাটানো জীবনের সুন্দরতম সতেজ অনুভূতির নান্দনিক গাঁথুনি সমৃদ্ধ কিছু কথা।’

তিনি বলেন, ‘কাব্যগ্রন্থের কবিতাগুলোর মূল প্রতিপাদ্য প্রেম, ভালোবাসা ও বিরহ। এ ছাড়াও আছে সমাজ, প্রকৃতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ে কয়েকটি কবিতা। আমার প্রত্যাশা, কবিতাগুলো পাঠকদের মনোযোগ আকর্ষণ করবে।’

কবি মুনির আহমেদের জন্ম ঢাকায়। সেখানেই তার বেড়ে ওঠা। বাবা মো. আবু তাহের ও মা মমতাজ বেগমের পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ তিনি।

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশায় শিক্ষক। অধ্যাপনা করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডায়।

এসইউ/জিকেএস