দেশজুড়ে

ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণাবড়িয়া শহর। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কয়েক দফা শহরের টিএ রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিভাবে আহতদের পরিচায় জানা যায়নি। এছাড়া সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন পয়েন্টে ২০/২৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।স্থানীয়রা জানান, বিকেলে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্র মোবাইল ফোন কেনার জন্য জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমে যান। এ সময় মোবাইল ফোনের দর-কষাকষির এক পর্যায়ে দোকানদার ওই ছাত্রকে থাপ্পড় দেন। এ ঘটনার পর জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে অর্ধশত ছাত্র বিজয় টেলিকমে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরাও মাদ্রাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন পয়েন্টে ২০/২৫টি ককেটেল বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষ থামাতে পুলিশ বেশকয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এমএ মাসুদ জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি

Advertisement