দেশজুড়ে

চাঁদাবাজিতে আটক সৈকত, গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা ঘটনায় আটক ছাত্রলীগ কর্মী দাবি করা সৈকতকে গত বছর ২০ দলীয় জোটের আন্দোলনের সময় অবরোধে গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্যে ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। রোববার দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমায় ফুটপাতে চাঁদাবাজি করার সময় বাধা দিলে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা হয় তার। এক পর্যায়ে এক পুলিশ কনস্টেবলের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায় সৈকত। পরে অপর সহকর্মীরা সৈকতকে হাতেনাতে আটক করে টঙ্গী থানায় সোপর্দ করে। এদিকে ছাত্রলীগ কর্মী সৈকতকে ২০ দলীয় জোটের গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানোর ঘটনায় টঙ্গীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ছাত্রলীগ নেতা নামধারি সৈকত তার সহযোগিদের নিয়ে রোববার সকালে আখেরি মোনাজাতের পর ফুটপাতের দোকানিদের কাছ থেকে জোর করে চাদাঁ উঠাতে থাকে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে সৈকতকে আটক করে। এ ব্যাপারে টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। গত বছর ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে গাড়ি ভাঙচুরের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার ৭ দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানা পুলিশের এসআই মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, সৈকতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রিমান্ডের আবেদনের বিষয়টি তার জানা নেই।                     আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

Advertisement