রাজবাড়ীর কালুখালীতে করোনার টিকা নিতে এসে ট্রেনে কাটা পড়ে আলহাজ্ব মণ্ডল (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
Advertisement
বুধবার (২ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কালিকাপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আলহাজ্ব মণ্ডল পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ এলাকার রেজাউল মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলছাত্র আলহাজ্ব সকালে করোনার টিকা নিতে পাংশায় যায়। সেখান থেকে বন্ধুদের সঙ্গে কালিকাপুর ব্রিজ এলাকায় ঘুরতে যায়। এসময় খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Advertisement
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কালুখালী স্টেশন মাস্টার নাজমুল হক জানান, কয়েক বন্ধু মিলে কালুখালী রেল ব্রিজ এলাকায়। সেখানে গোয়ালন্দ ঘাটগামী নকশিকাঁথা ট্রেনে কাটা পড়ে এক ছাত্র নিহত হয়। ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত সে রেল রাস্তা পার হবার সময় এ দুর্ঘটনা ঘটে।
রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস
Advertisement