খেলাধুলা

জয়ে খুশি মালদ্বীপ, পরাজয়ে হতাশ কম্বোডিয়া

যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে যশোর পর্বের শেষ ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করায় সন্তুষ্ট মালদ্বীপের কোচ হারবার্ট রিকি লয়েড। শক্তিশালী কম্বোডিয়াকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ঢাকায় ফিরতে পারবেন বলে খুশি দলের অধিনায়ক আলী আসাদও। একইসঙ্গে পরাজয়ে হতাশা ব্যক্ত করেছেন কম্বোডিয়ার কোচ থিয়ন লি। সোমবার সন্ধ্যায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জয় পরাজয় নিয়ে কথা বলেন দু’দলের কোচ এবং অধিনায়ক। মালদ্বীপের কোচ হারবার্ট রিকি লয়েড বলেন, কম্বোডিয়ার মত দলের বিপক্ষে এটি একটি কঠিন পরীক্ষা ছিল আমাদের। ছেলেরা মাঠে কঠোর পরিশ্রম করেছে এবং তারা সবসময়ই ইতিবাচক ছিল। তারুণ্যনির্ভর এ দলটি মাঠে চ্যালেঞ্জ মোকাবেলা করে জয়লাভ করেছে। দলের পারফরমেন্স ও ফলাফলে তিনি খুশি। মালদ্বীপের অধিনায়ক আলী আসাদও বলেন, দলের খেলোয়াড়রা মাঠে সেরাটা দিতে প্রস্তুত ছিল। সকলের সম্মিলিত প্রয়াসে এই জয়। প্রথম ম্যাচে তিন পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করতে পারায় তিনি খুশি। কারণ এই মাঠে খেলাটা সহজ ছিল না। অপরদিকে, প্রথম ম্যাচেই পরাজয়ে হতাশা ব্যক্ত করেছেন কম্বোডিয়ার কোচ। থিয়ন লি বলেন, ম্যাচের এই ফলাফলে তিনি খুশি নন। এই মাঠে খেলতে ছেলেদের পরিশ্রম করতে হয়েছে। তবে তারপরও যে সুযোগগুলো এসেছিল তা কাজে লাগাতে পারলে ফলাফল অন্যরকমও হতে পারতো।তিনি উল্লেখ করেন, এটি ফিফটি ফিফটি ম্যাচ ছিল। যেকোনো দলই জিততে পারতো। তবে এখন এ ম্যাচের কথা ভুলে পরবর্তী ম্যাচের দিকে তাকাতে চান তিনি। আইএইচএস/আরআইপি

Advertisement