অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজে যুবা ক্রিকেটারদের স্বীকৃতি দিতে দুটি পুরস্কার ঘোষণা দিয়েছে স্পন্সর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। পুরস্কার দুটি হচ্ছে `রবি বেস্ট বাংলাদেশি ইয়থ পারফরমার ইন সিরিজ’ ও ‘রবি ম্যান অব দ্য সিরিজ’। প্রতিটি পুরস্কারের মূল্য ৫০০ মার্কিন ডলার করে। ওয়েস্ট ইন্ডিজের সিরিজের সাফল্যের ওপর ভিত্তি করে পুরস্কারগুলো দেওয়া হবে। ইতোমধ্যেই ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ জয় তুলে নিয়েছে তরুণ টাইগাররা। ১৭৭ বল হাতে রেখেই আট উইকেটের এই বিশাল জয়টি তুলে নেয় তারা। সিরিজের বাকি দুটি ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মূলতঃ স্বাগতিক তরুণদের প্রেরণা জোগাতেই এই পুরস্কার ঘোষণা করে রবি।এর আগে বাংলাদেশের লাখো ক্রিকেটপ্রেমীদের জার্সি ডিজাইন কনটেস্টের আয়োজন করেছিল রবি। ওই প্রতিযোগিতার নির্বাচিত ডিজাইনের জার্সি পরে এই প্রথম মাঠে নেমেছে মিরাজরা।আরটি/আইএইচএস/আরআইপি
Advertisement