ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন সময়ের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে। স্বাধীনতার সুদীর্ঘ ৪৪ বছরে যারা ক্ষমতায় ছিলো তারাই দেশকে দুর্নীতিগ্রস্থ দেশে পরিণত করেছে। সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, অনেকে ইসলামী আন্দোলনকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। তাদের মাঝে রাজনৈতিক সততা ও ন্যূনতম শিষ্টাচার থাকলে তারা এভাবে অপপ্রচারে লিপ্ত হতেন না। তিনি বলেন, এখন সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ও ইসলামদ্রোহীতা মারাত্মক আকার ধারণ করেছে। মানুষ বুঝতে পারছে ইসলামই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। প্রচলিত শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন হচ্ছে না। তার মতে, কালো টাকা ও পেশীশক্তি নির্ভর রাজনীতির দ্বারা ঘুনেধরা জীবন ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। কায়েমী স্বার্থবাদী শক্তিগুলো ক্ষমতার স্বার্থে জনগণকে বারবার ব্যবহার করেছে। দেশপ্রেমিক ও দায়িত্ববান নাগরিক হিসেবে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে ঈমানদার জনতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যার মাধ্যমে সূচনা হবে এক নতুন সম্ভাবনার। ইসলামী আন্দোলন রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য কাজ করছে। কাজেই সব হীনমন্যতা, সংকীর্ণতা আর ভয়-ভীতি ঝেড়ে ফেলে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে সম্মুখপানে এগিয়ে যেতে হবে। এএম/জেডএইচ/আরআইপি
Advertisement