রাজধানীতে যানজট দেখে দুঃখ হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সমাবেশে আসতে আমিও যানজটের কবলে পড়েছিলাম। কিন্তু তাতে আমার দুঃখ হয়নি। কারণ মানুষ আর্থিকভাবে সচ্ছল হচ্ছে বলেই গাড়ি কিনে রাস্তায় বের হচ্ছেন। একটি রাস্তায় হাজার হাজার গাড়ির চলাচলই প্রমাণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে যানজট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা পুরো নগরীকে ফ্লাইওভারের আওতায় আনছি। ঢাকাকে আধুনিক করতে আমরা মেট্রোরেল নির্মাণ করতে যাচ্ছি। সরকার উন্নয়নের স্বার্থে রাজধানীকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। সমাবেশে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।এসএ/ এএসএস/এমএম/একে/আরআইপি
Advertisement