অর্থনীতি

সিএম লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পণ্যের গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ব্যতীত স্যানিটারি পণ্য বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

Advertisement

মঙ্গলবার (১ মার্চ) ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ৩৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো মেরুল বাড্ডার নিউ একতা স্যানিটারি ও মদিনা স্যানিটারি।

বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআইর আমিনুল ইসলাম দায়িত্ব পালন করেন।

এনএইচ/এমআইএইচ/এমআরএম/এমএস

Advertisement