অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রাজীব আহমেদের কবিতার বই ‘পুঞ্জীভূত শতাব্দীর স্বর’। বইটি প্রকাশ করেছে কারুবাক প্রকাশনী।
Advertisement
বইটির প্রচ্ছদ এঁকেছেন নাজমুল হক বাপ্পি। মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। মেলার ১৮১ নম্বর স্টল ছাড়াও বইটি পাওয়া যাবে রকমারি ডটকমে।
‘পুঞ্জীভূত শতাব্দীর স্বর’ বইতে উঠে এসেছে পৃথিবী তথা মানুষের ইতিহাস, গুহাযুগে আদিম মানুষের জীবনযাপন থেকে শুরু করে আধুনিক সভ্যতার আখ্যান।
যুদ্ধের ক্ষতে বেদনা বিধুর পৃথিবীর হয়ে কথা বলেছেন কবি। কবিতাগুলোয় চিত্রিত হয়েছে বিদগ্ধ প্রেম, জন্ম-মৃত্যু, কামনা-বাসনা, করুণ বাস্তবতাসহ প্রবঞ্চনা, ধর্মান্ধতা।
Advertisement
কবিতায় যেমন রয়েছে কবির আত্মজিজ্ঞাসা; তেমনই শতাব্দীর পর শতাব্দী বয়ে চলা কুসংস্কারের মূলোৎপাটন করেছেন সচেতনভাবে।
এসইউ/এমএস