একুশে বইমেলা

জয়শ্রী দাসের গল্পের বই ‘বিবর্ণ নয়নতারা’

এবার বইমেলায় কথাসাহিত্যিক জয়শ্রী দাসের গল্পের বই ‘বিবর্ণ নয়নতারা’ প্রকাশিত হয়েছে। এটি তার প্রথম গল্পের বই। এর আগে তার চারটি উপন্যাস প্রকাশ হয়েছে।

Advertisement

বই সম্পর্কে জয়শ্রী দাস বলেন, ‘এটি আমার প্রথম গল্পের বই। বইয়ে ২১টি গল্প রয়েছে। গল্পগুলো জাতীয় দৈনিক পত্রিকার সাহিত্যপাতায় প্রকাশ হয়েছে। এগুলো জীবনভিত্তিক বর্তমান সমাজের গল্প।’

তিনি বলেন, ‘নারীদের অবস্থান সমাজে কোথায়, নারী-পুরুষ সম্পর্ক, প্রকৃতি, মানুষের মনোজগৎ নিয়ে গল্পগুলো লেখা হয়েছে। প্রতিটি গল্পে ভিন্নতা আছে। গল্পগুলো পাঠকের মনকে নাড়া দেবে।’

বইটি প্রকাশ করেছে সিঁড়ি প্রকাশন। দাম ২০০ টাকা। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটি পাওয়া যাচ্ছে মেলার ৬১ নম্বর স্টলে।

Advertisement

এসইউ/জিকেএস