আইন-আদালত

ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

রাজধানী ঢাকা ও এর আশপাশের পাঁচ জেলার অবৈধ ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনারদের (ডিসিদের) এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১ মার্চ) এ বিষয়ে এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা বাদে অন্য চারটি জেলা হচ্ছে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান। আর পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমাতুল করীম।

পরিবেশ অধিদপ্তর আদালতকে জানায়, মানিকগঞ্জের ১১টি অবৈধ ইটভাটার আটটিতে, মুন্সিগঞ্জের ২৬টি অবৈধ ইটভাটার ১৬টিতে, ঢাকার ১১৩টির মধ্যে ২৫টিতে, গাজীপুরের ৪৬টি অবৈধ ইটভাটার ৩৩টিতে অভিযান চালানো হয়েছে।

Advertisement

অধিদপ্তর হাইকোর্টকে আরও জানায়, দূষণ নিয়ে তাদের মাত্র তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। স্বল্প লোক নিয়ে কাজ করছেন তারা।

এ সময় হাইকোর্ট বলেন, জেগে ঘুমাতে পারবে পরিবেশ অধিদপ্তর। সেমিনারে গিয়ে সুন্দর সুন্দর কথা বললেই হবে না। বায়ু দূষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অবৈধ ইটভাটা বন্ধে আদালতের আদেশ কতটুকু বাস্তবায়ন হয়েছে বলেও প্রশ্ন তোলেন হাইকোর্ট।

এফএইচ/এমএএইচ/একেআর/জিকেএস

Advertisement