দেশজুড়ে

আজ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন সিইসি

বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন নতুন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

Advertisement

মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০ টার দিকে তাদের এ শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

এ সময় চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান সঙ্গে থাকবেন বলে জানা গেছে।

দায়িত্ব নিয়েই শ্রদ্ধা জানাতে আসছেন তারা। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন নতুন প্রধান নির্বাচন কমিশনার।

Advertisement

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাঁদের নিয়োগ দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৭ ফেব্রুয়ারি শপথ নেন তারা।

মাহফুজুর রহমান নিপু/এসজে/জেআইএম