দেশজুড়ে

নওগাঁয় বাসচাপায় নিহত ১

নওগাঁর পত্নীতলায় বাসচাপায় রুহুল আমিন (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পত্নীতলা বাজারের পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন পত্নীতলা গ্রামের ওসমান গণির ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন সাইকেল চালিয়ে পত্নীতলা বাজার থেকে উপজেলার নজিপুরের দিকে যাচ্ছিলেন। নওগাঁ থেকে ছেড়ে আসা সাপাহারগামী একটি যাত্রীবাহী বাস পত্নীতলা বাজারের পার্শ্বে প্রধান সড়কে রুহুল আমিনকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিন মারা যান। পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আব্বাস আলী/এসএস/আরআইপি

Advertisement