আন্তর্জাতিক

রুশ বার্তা সংস্থার সাইটে পুতিনবিরোধী বার্তা ঝুলিয়ে দিলো হ্যাকাররা

হ্যাকারদের আক্রমণের মুখে পড়েছে রুশ বার্তা সংস্থা তাস। সোমবার (২৮ ফেব্রুয়ারি) তাদের ওয়েবসাইট হ্যাক করে পুতিন-বিরোধী বার্তা ঝুলিয়ে দেয় হ্যাকাররা। বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

Advertisement

এদিন তাসের ওয়েবসাইটে হ্যাকারদের টানিয়ে দেওয়া বার্তায় লেখা ছিল, আমরা আপনাদের কাছে এই পাগলামি বন্ধের অনুরোধ করছি। আপনার ছেলে ও স্বামীকে নিশ্চিত মৃত্যুর দিকে পাঠাবেন না।

বার্তায় আরও লেখা হয়েছে, পুতিন আমাদের মিথ্যা বলতে বাধ্য করছেন এবং আমাদের বিপদে ফেলছেন... এটি আমাদের যুদ্ধ নয়, আসুন তাকে থামাই!

বাংলাদেশে দুপুর ৩টার দিকেও বিভিন্ন ডিভাইসে তাসের ওয়েবসাইটে সমস্যা দেখাচ্ছিল। তবে রাত ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় সাইটটি ঠিক হয়ে যেতে দেখা গেছে।

Advertisement

কেএএ/এএসএম